
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অবসরের পর তাঁকে নিয়ে একটি গোপন তথ্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। ভারতীয় দলের এককালীন বোলিং কোচ জানালেন, প্র্যাকটিস ম্যাচ খেলতে পছন্দ করতেন না তারকা ক্রিকেটার। কারণ তাতে তীব্রতার অভাব ছিল। তার পরিবর্তে নেটে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পছন্দ করতেন। কঠিন পিচে ১৬ গজ দূর থেকে বোলারদের বল করতে বলতেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভরত অরুণ বলেন, 'ভারত তথা বিশ্ব ক্রিকেট ওকে মিস করবে। আমি ভারতের বোলিং কোচ থাকাকালীন বিরাট কোহলির অধিনায়কত্ব উপভোগ করেছি। কিছু সেরা দিন কাটিয়েছি। ও কখনও প্র্যাকটিস ম্যাচ খেলতে পছন্দ করত না। ও মনে করত, সেসব ম্যাচে তীব্রতা থাকে না। তাই প্র্যাকটিস ম্যাচ উপভোগ করত না। তার বদলে নেটে বেশি সময় কাটাতে চাইত। সবচেয়ে কঠিন উইকেট বেছে নিত। ১৬ গজ দূর থেকে বোলারদের বল করতে বলত। বা ১৬ গজ দূর থেকে থ্রো ডাইন নিত। মোদ্দা কথা হল, সবসময় ও চ্যালেঞ্জ নিতে পছন্দ করত। সেটাই ওর চালনা শক্তি।'
অস্ট্রেলিয়া সফরে সিরিজের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত তুলে ধরলেন অরুণ। ২০১৮-১৯ বর্ডার-গাভাসকর ট্রফির কথা। কোহলি শতরান করেন। পারথে তাঁর শতরানে সিরিজ ১-১ হয়। তবে নেতৃত্ব দিয়ে ড্রেসিংরুমের মাইন্ডসেট বদলে দেন অরুণ বলেন, 'বিরাট পারথে দুর্দান্ত শতরান করেছিল। তবে আমরা সেই ম্যাচটা দেখিনি। মেলবোর্নে ড্রেসিংরুমের মাইন্ডসেট বদলে দেয় বিরাট। নিজেদের ওপর বিশ্বাস ফেরায়। ও এই ফরম্যাটকে সম্মান করে। ওকে টেস্ট ক্রিকেট মিস করবে।' টি-২০ থেকে আগেই অবসর নেন। টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন। এবার শুধু একদিনের ক্রিকেট খেলবেন। ২০২৫ আগস্টে বাংলাদেশ সফরে আবার দেখা যাবে কোহলিকে। তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের